Building a Sustainable Leather Sector in Bangladesh নামক নতুন প্রজেক্টের পরিচিতি অনুষ্ঠান অনুষ্টিত হয় 7 নভেম্বর, 2023 তারিখে। প্রজেক্টের অংশীজন ইউরোপিয়ান ইউনিয়ন, সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র, বিলস, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিজান ফাউন্ডেশন এর অংশগ্রহনে পরিচিতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের হোস্ট করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। অনুষ্ঠানের ভেন্যু ছিল কনফারেন্স হল, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, এভারগ্রীন প্লাজা, 260/বি, তেজগাও, ঢাকা।
ভিডিও কৃতজ্ঞতাঃ চ্যানেল আই