গণস্বাস্থ্য নগর হাসপাতালে সমাজ কল্যান মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প সহায়তায় রোগীদের চিকিৎসা সেবা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গণস্বাস্থ্য কেন্দ্রের গণস্বাস্থ্য নগর হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবায় ৫ কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্তে গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল রোগী গভীরভাবে কৃতজ্ঞ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই মহানুভবতা রোগীদের নিয়মিত, সাশ্রয়ী  উন্নত চিকিৎসাসেবা প্রদানে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। গণস্বাস্থ্য কেন্দ্র বিশ্বাস করে, এই আর্থিক সহায়তা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

গণস্বাস্থ্য কেন্দ্র সব সময়ই দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই সহযোগিতা আমাদের এই মহৎ উদ্দেশ্য পূরণে আরও অনুপ্রাণিত করবে। এই অনুদান যথাযথভাবে ও স্বচ্ছতার সাথে রোগীদের কল্যাণে ব্যবহার করা হবে বলে আমরা অঙ্গীকার করছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও দেশের মানুষের কল্যাণে গণস্বাস্থ্য কেন্দ্রকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।

Share this post
Facebook
Twitter
LinkedIn
WhatsApp